

জিহানুর রহমান চৌধুরী, (স্টাফ রিপোর্টার) চট্রগ্রামঃ-লোহাগাড়া উপজেলার সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে এটি অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান মোঃফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতকানিয়া লোহাগাড়ার সংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদুল আলম সাঈদ,মিন্টু দাশ, স্বপন দাশ,ডাঃরিটন দাশ,আবদুল মান্নান আবদুল মালেক,আবদুল হাই,আবদুল গফুর,হরি সাধন দাশ, ডাঃঅঞ্জন দাশ,মোফিজুর রহমান,ডাঃ সমীর দাশ, নুরুন্নিছা বেগম প্রমুখ।
প্রধান অতিথি রিজিয়া রেজা চৌধুরী বলেন,লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন।আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষা জাতির মেরুদন্ড।তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,সবাইকে ভালভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে জ্ঞান আহরণের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে।অনুষ্ঠান সঞ্চালণা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবারক হোসেন।