সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২১ ১২:০৪ : পূর্বাহ্ণ 477 Views

বান্দরবনের থান‌চি-আলীকদম সড়কের থান‌চির ২৮ কি‌লো নামক স্থানে পাহাড়ি ঢালু পথ বে‌য়ে নামার সময় এক‌টি পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে আবুল কালাম (২৭) নামের এক পর্যটক নিহত হ‌য়ে‌ছেন।এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ১০ জন।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দি‌কে দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন- এরশাদ মিয়া (২৩), শহীদুল্লাহ (২৪), শাহাদাত (২৫), আয়াত উল্লাহ (১৭), আবদুল্লাহ (২০), আরিফ (২০), আশিক উল্লাহ (১৭) ও তানজীম (২৫)। তা‌দের সবার বাড়ি কক্সবাজারের রামুতে। বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে এক‌টি পিকআপ কক্সবাজারের রামুতে যায়। সেখান থেকে পিকআপ‌টি ২০ পর্যটক নি‌য়ে আলীকদম হ‌য়ে থান‌চির উদ্দেশে রওনা হয়। এ সময় থান‌চির কাছাকাছি ডিম পাহাড় এলাকার কাছে ২৮ ‌কি‌লো‌তে পৌঁছা‌লে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ‌টি আনুমানিক ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। প‌রে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে আলীকদ‌মে নি‌য়ে যায়। আলীকদম থেকে তা‌দের সবাইকে চট্টগ্রাম পা‌ঠানো হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।থান‌চি থানার এসআই মো. আমান জানান, দুর্ঘটনায় আহতসহ ২০ পর্যটক‌কে উদ্ধার ক‌রে আলীকদম নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া আহত চালক ও হেলপার‌কে থান‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ‌য়ে‌ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!