

বান্দরবানের আলীকদমে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের সামনে হামলার শিকার সাংবাদিকরা ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা আলীকদমের পাথর ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার অনুসারীদের হামলায় আহত ৫ সাংবাদিকদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের মারধর করে মোবাইল ফোন, ক্যামরা,টাকা ছিনতাই করার প্রতিবাদ এবং এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এসময় বক্তার আরো বলেন,মাতামহুরি রিজার্ভ এলাকায় প্রতিনিয়ত একটি চক্র পাথর,বালু,গাছ, বাঁশ,বন ও পরিবেশ ধ্বংস করে যাচ্ছে।অবৈধভাবে পাথরসহ বিভিন্ন বনজ সম্পদ ধংস করে একটি মহল রাতারাতি কোটিপতি হয়ে পড়েছে,তাই তাদের দ্রæত সনাক্ত করে যথাযথ বিচার করা এখন সময়ের দাবি।প্রসঙ্গত,গত ২৫ ডিসেম্বর বান্দরবানের আলীকদমের মাতামুহুরি রিজার্ভ এলাকার শীল ঝিড়ি থেকে নজরুল ইসলাম ও তার সঙ্গীরা অবৈধভাবে পাথর উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে আলীকদম উপজেলার দৈনিক যুগান্তর এর উপজেলা প্রতিনিধি জয়দেব রানা,দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রাসেল মজুমদার,দৈনিক বায়ান্ন এর উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তার সাংবাদিক সুহৃদয় তঞ্চঙ্গ্যাঁ ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে ছবি তুললে নজরুল ইসলাম,মো শাহীনসহ ৪০/৫০ জন পাথর ভাঙ্গার শ্রমিক সংঘবদ্ধভাবে ৫জন সাংবাদিককে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ফোন,ক্যামরা,নগদ টাকা ছিনিয়ে নেয়।