লামা ও আলীকদমে বীর বাহাদুর এর সংবর্ধনায় হাজারো মানুষের জনস্রোত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২৪ ৪:২২ : অপরাহ্ণ 187 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর আসন বান্দরবান থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিংকে লামা উপজেলায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার লাইনঝিরি মোড় থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত সড়কের দু’পাশে হাজার হাজার নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেন।এরপর পৌর বাসটার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সংবর্ধনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংবর্ধনায় বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,আমি লামা তথা বান্দরবানবাসীর প্রতি চিরঋণী।আমি কোনদিন বেঈমানী করবো না,জীবনের শেষ দিন পর্যন্ত আমি জেলাবাসীর সেবা ও কল্যাণে কাজ করে যাব।আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে শান্তি আছে,আর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে,আগামীতেও তা অব্যাহত থাকবে।বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পানবাজার সংলগ্ন মাঠে আলীকদম উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।এর আগে আলীকদম লামা ফাঁসিয়াখালী সড়কের শিবাতলী এলাকা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং গাড়িবহর নিয়ে পাহাড়ের অসংবাদিত নেতা বীর বাহাদুর উশৈসিং এমপিকে বরণ করে নিয়ে আসে আওয়ামী লীগসহ সর্বস্তরের পাহাড়ি-বাঙালি জনসাধারণ।এরপর এলাকাবাসীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন টানা সপ্তম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীব বাহাদুর উশৈসিং।এসময় আলীকদম ফাঁসিয়াখালী সড়কের শিবাতলী এলাকা থেকে শুরু করে সদর ইউনিয়নের পানবাজার মাঠ পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের ঢল নামে।নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর সদ্য বিদায়ী মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবানবাসী বিপুল ভোটের ব্যাবধানে আমাকে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন।আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।কোনো ধরনের প্রতিহিংসা নয়।সবাইকে ভালোবাসা দিয়ে সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের সাথে মিলে মিশে উন্নয়নে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর বিশ্বাস রক্ষায় দল-মত নির্বিশেষে পার্বত্যবাসীর কল্যাণে কাজ করব।তিনি আরও বলেন,বান্দরবানের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।বিশ্বব্যাপী পর্যটন সম্ভাবনাময় বান্দরবানের সৌন্দর্য এবং সম্প্রীতি ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলায় ১ হাজার অসহায় দুস্থ ও শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।এসময় আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জামাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!