রেডক্রিসেন্ট এর মানবিক সহায়তা পেলো লামা ও আলীকদম উপজেলা’র হাজারো বন্যার্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২৩ ১:৫৮ : পূর্বাহ্ণ 182 Views

বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় বন্যার্ত মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরু হয়।পরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ এবং শেষে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন্যার্থদের মাঝে মানবিক সহায়তা বিতরন করা হয়।এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে মানবিক সহায়তা ফুড প্যাকেট (খাদ্য সামগ্রী) তুলে দেয়া হয়।বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট সেক্রেটারী অমল কান্তি দাশ এর সার্বিক তত্বাবধানে এই ত্রাণ বিতরন করা হচ্ছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী,আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো.সোয়াইব,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার,লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলাম,নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা,মো.খলিলুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

রেডক্রিসেন্ট সেক্রেটারি অমল কান্তি দাশ জানান,বান্দরবানে গত ৬ আগস্ট থেকে ১০আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি ও বর্ষণে বন্যার সৃষ্টি হয়।পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর সার্বিক দিকনির্দেশনায় দুর্যোগের শুরু থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান ইউনিট বন্যার্তদের সহায়তা ও সহযোগিতা করতে মাঠে নামে।বন্যা ও দুর্যোগে উদ্ধার কার্যক্রম,বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাধরণের সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে ছিলো রেডক্রিসেন্ট সোসাইটি।যা অব্যাহত আছে এবং বন্যা পরবর্তী দুর্গতদের ত্রাণ সহায়তা পৌছে দিতে কাজ করে যাচ্ছে।ধাপে ধাপে এই ত্রান বন্যা দুর্গতদের মাঝে বিতরন করা হবে।

প্রসঙ্গত,গ্রামীণ ফোনের সহযোগিতায় ফুড প্যাকেট হিসেবে পরিবার কে খাদ্য সামগ্রী হিসেবে (চাল,ডাল,তেল,চিনি,সুজি, লবণ) বিতরণ করা হয়য়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!