এই মাত্র পাওয়া :

বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এমপি’র বিকল্প নেইঃ-(সাদেক হোসেন চৌধুরী)


প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:৪৯ : অপরাহ্ণ 841 Views

আলীকদম প্রতিনিধিঃ-বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী বলেছেন,বান্দরবান জেলায় শান্তি,উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র বিকল্প নেই।
আজ রবিবার দুপুরে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ইউনিয়ন শাখা সমুহের অভিষেক অনুষ্ঠান এবং গণ জমায়েতে এ কথা বলেন তিনি।তিনি বলেন,বীর বাহাদুরের একান্ত প্রচেষ্ঠায় এ অঞ্চলে রাস্তা-ঘাট,কালভার্ট,ব্রীজ,স্কুল, কলেজ,মাদ্রাসা,হাসপাতাল,বাস স্টেশন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে।তাছাড়া নির্মাণাধীন কয়েকশ কোটি টাকা ব্যয়ে আলীকদম-কুরুকপাতা সড়ক ও ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ আলীকদম উপজেলাবাসীর জন্য বিশাল পাওয়া।আলীকদমকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে ইতিমধ্যে দুটি ইউনিয়নকে ভেঙ্গে চারটি ইউনিয়নের রুপান্তরসহ গোটা বান্দরবানে যেসব বড় বড় উন্নয়ন কাজ হয়েছে তা বীর বাহাদুরের আমলেই সম্ভব হয়েছে।যা অতীতে কারো পক্ষে করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন সাদেক হোসেন।এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,দলছুট কিছু নেতা-কর্মী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপকর্ম করে বেড়ানোর পাশাপাশি সাধারণ নেতা-কর্মীদেরকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।তাদের কথায় কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করুন।
আলীকদম প্রেসক্লাব চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক এবং গণ জমায়েতে বিশেষ অতিথি ছিলেন,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোজাম্মেল হক মোজাফ্ফর,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াই চাহ্লা মার্মা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.নাছির উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া প্রমুখ।এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের সহস্রাধিক দলীয় নেতাকর্মী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!