এই মাত্র পাওয়া :

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলীকদম সেনাবাহিনীর পথযাত্রা


এস.এম.জুয়েল (আলীকদম) বান্দরবান প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২০ ৮:৪৪ : অপরাহ্ণ 714 Views

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলীকদম সেনাবাহিনীর পথযাত্রা। মঙ্গলবার সকাল আটটায় আলীকদম সেনানিবাস থেকে একটি রেলি বাহির হয়ে, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেনানিবাসের ভেতরে গিয়ে শেষ হয়। উক্ত র্্যালি আলীকদম সেনানিবাস কর্মরত বিভিন্ন অফিসের ও সৈনিকরা অংশগ্রহণ করেন।

বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।১৯২০ সালের ১৭ মার্চ হাজার বছরের শৃঙ্খলিত বাঙালীর মুক্তির দিশা নিয়ে জন্ম হয় মুজিব নামের এক দেদীপ্যমান আলোক শিখার। এ আলোক শিখা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে সর্বত্র, নিকষ কালো অন্ধকারের মধ্যে পরাধীনতার আগল থেকে মুক্ত করতে পথ দেখাতে থাকে পরাধীন জাতিকে। বক্তারা বলেন, এই দেশ ও এই ভূখ- যতদিন থাকবে, পদ্মা-মেঘনা-যমুনায় যতদিন স্রোতধারা বহমান ততদিন বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে এর সর্বত্রই, সবখানে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর