এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানে ১ পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা

জমি দখল চেষ্টা ও শারীরিক নির্যাতনের মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২৩ ১:৫৩ : পূর্বাহ্ণ 402 Views

জমি দখলের চেষ্টা ও শারীরিক নির্যাতনের ফৌজদারি মামলায় বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল উদ্দিনসহ তার পরিবারের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।বুধবার (১২জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জয়নাল আবেদিনসহ তার পরিবারের সদস্যরা জামিনের আবেদন করলে বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (এও) মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

এই মামলায় জেলহাজতে পাঠানো হয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, তার ভাই জামাল উদ্দিন,কামাল উদ্দিন,মহিউদ্দিন ও বাবা নুরুল কবির।তারা সবাই ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়া এলাকার বাসিন্দা।জেলা ও দায়রা জজ আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়,গত ১ মে সকালে মামলার আসামিরা একই ইউনিয়নে পাশ্ববর্তী শিবাতলী এলাকার বাসিন্দা ওমর ফারুকের ৫ একর জমি দখলের চেষ্টা করেন। এসময় ওমর ফারুক বাধা দিলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এতে তাকে গুরুতর আহত করে এবং আসামিরা আহত ওমর ফারুকের ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তার স্ত্রীর শ্লীলতাহানি করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

গত ৮ মে ১৯ জনকে আসামি করে ওমর ফারুক বাদী হয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলা হওয়ার পর হাইকোর্ট গত ৩১ মে জয়নাল উদ্দিনসহ পাঁচ আসামিকে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।আসামিরা ৫ জুলাই আদালতে আত্মসমর্পন করলে,আদালত ১২ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!