এই মাত্র পাওয়া :

আলীকদমে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেলো ৮ হাজার জনসাধারণ


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২২ ৩:০৪ : অপরাহ্ণ 631 Views

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আলীকদম ও লামা উপজেলায় মুরং,ত্রিপুরা,চাকমা,মার্মা,তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ বসবাস করে।দুর্গম পাহাড়ী এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে।আধুনিক শিক্ষা,চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত এই জনগোষ্ঠীর যে কোনও দূর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাচঁ দশকের বেশি সময় যাবত পাশে রয়েছে।পার্বত্য চট্রগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের জন্য কাজ করতে নিবেদিত।বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এই এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন,খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তায় অবদান রাখছে।দূর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় আলীকদম সেনা জোন প্রতি মাসে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে থাকে।শনিবার (২ এপ্রিল) স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান উই আর ড্রিমার্স-we are dreamers এর সহায়তায় এবং আলীকদম সেনা জোনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য হলো লামা উপজেলার রোগীদের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি,স্ক্রীন করা,সাধারণ রোগের চিকিৎসার জন্য বিনামূল্যে ঔষুধ বিতরণ করা এবং সার্জারি চিকিৎসার ক্ষেত্রে রেফার করা।দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৮ হাজার জনসাধারণ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।এসময় ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।মেডিক্যাল ক্যাম্পে আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান,পিবিজিএম,পিএসসি উপস্থিত ছিলেন।স্থানীয় জনগণ কে তিনি মাদক পরিহার করে সুস্থ মানবিক জীবন ব্যাবস্থা গড়ে তোলার আহবান জানান।পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ড ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকতেও আহবান জানান।জোন কমান্ডার বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিসহ সকল ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করে আসছে।আজকের এই সহায়তা তাঁরই একটি উজ্জ্বল দৃষ্টান্তের অনন্য উদাহরণ।বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মীয় জনগোষ্ঠীর মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন আলীকদম সেনা জোন কমান্ডার।উল্লেখ্য,শনিবার এক‌টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান সেনা রিজিয়ন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর