আলীকদমের দূর্গম বলাইপাড়াবাসী পেলো সেনাবাহিনীর মানবিক সহায়তা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৮ : অপরাহ্ণ 362 Views

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি,সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আলীকদম ও লামা উপজেলায় মুরং, ত্রিপুরা,চাকমা,মার্মা,তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের বসবাস।দূর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে।আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত এই জনগোষ্ঠীর যে কোনও দূর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশ সেনাবাহিনী দারিদ্র্য পীড়িত এই জনগোষ্ঠীর পাশে রয়েছে।বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোনের উদ্যোগে বলাইপাড়া এলাকায় বসবাসরত ৩৬ টি পাড়ার অসহায় ও দরিদ্র এবং দুস্থ জনগণের জন্য দিনব্যাপী মানবিক মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করে।বলাইপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মানু‌ষের মাঝে ১০০টি কম্বল,৩৫ টি শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয় যেখানে ২৬জন পুরুষ,২১জন মহিলা এবং ১৯জন শিশুসহ সর্বমোট ৬৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।গত মঙ্গলবার এক‌টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান সেনা রিজিয়ন।মানবিক সহায়তা কর্মসূচিতে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মনজুরুল হাসান, পিবিজিএম,পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।পরবর্তীতে জোন কমান্ডার বলাইপাড়াস্থ মাংরুম পাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও খেলনা তুলে দেন।স্থানীয় জনগণ কে তিনি মাদক পরিহার করে সুস্থ মানবিক জীবন ব্যাবস্থা গড়ে তোলার আহবান জানান।পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ড ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকতেও আহবান জানান।জোন কমান্ডার বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিসহ সকল ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করে আসছে।আজকের এই সহায়তা তাঁরই একটি উজ্জ্বল দৃষ্টান্তের অনন্য উদাহরণ।বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মীয় জনগোষ্ঠীর মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন আলীকদম সেনা জোন কমান্ডার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!