

মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ-বান্দরবানের লামায় সাংসারিক কলহের জের ধরে পারুল বেগম (২৫) নামে এক গৃহবধূকেকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে শাশুড়ি ও ননদ।পারুল বেগম উপজেলার সদর ইউনিয়নের দূর্গম চিউনী পাড়ার ওমর ফারুকের স্ত্রী।৩০ সেপ্টেম্বর শনিবার বেলা ১০টায় এই ঘটনা ঘটে।পারুলের স্বামী ওমর ফারুক বলেন,আমি কাজে গিয়েছিলাম।হঠাৎ একটু প্রয়োজনে ঘরে আসলে দেখি ঘরের দরজা বন্ধ। কারো শব্দ না পেয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী ফাঁসির দড়িতে ঝুলছে।আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের সহায়তায় দড়ি কেটে তাকে নামায়।আমি দ্রুত স্ত্রীকে নিয়ে লামা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই।ওমর ফারুক বলে আমার দুই মা সায়েরা বেগম,মাবিয়া খাতুন,বোন নুরনাহার ও বোনের স্বামী মুক্তার হোসেন তাকে প্রচন্ড মারধর করে অজ্ঞান করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়।মুহূর্তে আমি না আসলে হয়ত আজ আমার স্ত্রীর লাশ পেতে হত।লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গৃহবধূ পারুলকে লামা হাসপাতালে নেয়া হয়েছে।তাদের আইনী পদক্ষেপ নিতে পরামর্শ দেয়া হয়েছে।