লামায় সড়ক দূর্ঘটনা নিহতের পরিবার পায়নি ক্ষতিপূরণ,আহতরা বিনা চিকিৎসায়


প্রকাশের সময় :২৯ জুন, ২০১৭ ৩:০৬ : পূর্বাহ্ণ 621 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পবিত্র ঈদ-উল-ফিতরের দিন লামার মিরিঞ্জায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত ২৫ জন আহত হয়। নিহতের পরিবাররা মৃত্যুর ক্ষতিপূরণ এবং আহতরা কোন প্রকার চিকিৎসা খরচ পায়নি বলে অভিযোগ উঠেছে। নিহত ৩ শিশুর বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায় ও অন্যজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা এলাকায়।অপরদিকে নিহত জাহেদুল ইসলাম (১০),আসাদ (১২),ছরোয়ার হোসেন (১২) ও মঞ্জুর আলম (৪২) এর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অভিযোগ উঠেছে।লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন,চিকিৎসার জন্য আহত নিহত সবাইকে দ্রুত চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের প্রাথমিক সুরহাতাল করা হলেও ময়নাতদন্ত করা হয়নি।এদিকে দূর্ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোন মামলা করা হয়নি বলে তিনি জানান।তিনি আরো বলেন,নিহতের স্বজনরা ময়নাতদন্ত করতে অনিহা প্রকাশ করে এবং মামলা করতে রাজি হচ্ছেনা। চকরিয়া থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান সহ নিহতদের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট করা হয়েছে।সড়ক দূর্ঘটনায় নিহতদের ময়নাতদন্তের প্রয়োজন হয়না।খবর নিয়ে জানা গেছে,আলীকদম ও চকরিয়ায় সোমবার রাতে তড়িগড়ি করে লাশ গুলো দাফন করা হয়।আর এতে করে সফল ভাবে রা পেল ফিটনেস বিহীন জীপ গাড়ী (ঢাকা-ল-২১২), চালক ও মালিকরা।এইভাবে অপরাধীরা বারবার রক্ষা পেয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে আইন ভাঙ্গার প্রবণতা বেড়ে চলেছে বলে জানায় যাত্রী সাধারণ। আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,নিহত পরিবারকে কোন ক্ষতিপূরণ দেয়া হয়নি।নিহত আসাদের পিতা মোজাম্মেল হক বলেন,ঘটনার ৩দিন অতিবাহিত হলেও এখনো দোষী গাড়ি মালিক ও ড্রাইভারকে আটক করেনি পুলিশ। অপরদিকে একই ঘটনায় আহত ২৫ জন যাত্রী চকরিয়া ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাদের কোন প্রকার খোঁজ খবর নেয়নি গাড়ীর মালিক ও জীপ মালিক সমিতির নেতারা।আহত সুমিত বড়ুয়া,অপু চাকমা ও নুর আলম জানান,টাকা অভাবে আমরা চিকিৎসা করতে পারছিনা।কেউ আমাদের খোঁজ খবর নেয়নি।এছাড়া গাড়ীতে প্রায় ৭০ লিটার দেশীয় চোলাই মদ ছিল।সেই ব্যাপারেও কোন মামলা করা হয়নি।উল্লেখ্য,২৬ জুন সকালে আলীকদম থেকে ৫৬ জন যাত্রী বোঝাই করে চকরিয়া যাচ্ছিল ফিটনেস বিহীন জীপ গাড়ীটি। পথে মিরিঞ্জা পর্যটন এলাকায় এসে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!