বমু বিলছড়ি ইউনিয়নের মোঃ ওয়াহেদ (১২) নামে এক শিশুর লাশ আজ রবিবার (২৬ মার্চ) দুপুর ২টা ১০মিনিটে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকাস্থ মাতামুহুরী নদীতে পাওয়া গেছে। শিশুটির লাশ এই মুহুর্তে লামা সরকারি হাসপাতালে রয়েছে।
জানা যায়, শিশুটি বমু বিলছড়ি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ০২ দিন যাবৎ ছেলেটি নিখোঁজ ছিল। কিভাবে শিশুটির লাশ আলীকদম উপজেলার কানামাঝি ঘাট এলাকায় গেল তা জানেনা পরিবার।
আজ রবিবার দুপুরে ৩১ বীর আলীকদম জোনের আওতাধীন আলীকদম উপজেলার শিবাতলি পাড়া নামক এলাকার মাতামুহুরি নদীর পানিতে শিশুর লাশ ভেসে আসতে দেখে স্থানীয় জনসাধারণ। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে প্রশাসনকে অবহিত করে এবং লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।