লামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


প্রকাশের সময় :২৭ মার্চ, ২০১৮ ৫:২৪ : পূর্বাহ্ণ 660 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবানের লামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা লগ্নে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন,পৌরসভা,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা,বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন রাজনৈতিক দল,স্বেচ্ছাসেবী সংগঠন,সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।সোমবার সকাল ৬টা ১ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এবং নির্বাহী অফিসার খিন ওয়ান নু।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন,লামা পৌরসভার পক্ষ থেকে মেয়র মোঃজহিরুল ইসলাম,কামাল উদ্দিন আহমদের নেতৃত্বে বন বিভাগ শ্রদ্ধা জানান।এরপর শ্রদ্ধা নিবেদন করেন শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ,মোহাম্মদ রফিকের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ,ফাতেমা পারুলের নেতৃত্বে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ,মোঃআমির হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি,মোঃআইয়ুবের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটি।এছাড়া উপজেলা পৌর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পস্তবক অর্পণ করেন।এরপর একে একে সরকারি ও বেসরকারি দফতরসমূহ,বিভিন্ন সাংস্কৃতিক- সামাজিক,শ্রমিক সংগঠনসমূহ শ্রদ্ধা জানায়।পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজ শুরুর আগেই যথাযথ নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু।পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুচকাওয়াজে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মনমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনী উপভোগ করেন।শরীর চর্চা প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে তে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে পুরষ্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!