লামায় বনফুলের নতুন শাখার উদ্বোধন


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০১৯ ১১:৫৮ : অপরাহ্ণ 648 Views

বিশুদ্ধ খাদ্য পরিবেশনার দৃপ্ত অঙ্গিকার নিয়ে বনফুল এন্ড কোং এর চলমান অভিযাত্রার অংশ হিসেবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের লামা বাজারের যাত্রা শুরু করেছে বনফুলের নতুন শাখা।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৫টায় বনফুলের লামা বাজার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বনফুল গ্রুপের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব (সিআইপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, লামা পৌরসভার কাউন্সিলর মো. রফিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বনফুল এন্ড কোং এর লামা শাখা পার্টনার সৈয়দ তৌহিদুর রহমান (নবাব) সহ প্রমূখ। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লামা বাজারের প্রাণকেন্দ্রে বনফুলের নতুন শাখার উদ্বোধনের বিষয়টি স্থানীয়রা পর্যটন বিকাশের নতুন সংযোজন হিসেবে দেখছেন। এতে করে পার্বত্য রাণী লামা শহর আরো এগিয়ে যাবে বলে মনে করছেন সকলে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!