

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামায় সরই ইউনিয়নে ফরিদ চেয়ারম্যান পাড়ায় নিজ বাড়িতে নূর হোসেন (২৬) নামে যুবককে জবাই করে খুন করেছেন দুর্বৃত্তরা।গতকাল (বুধবার) গভীররাতে এই ঘটনা ঘটে।তিনি ইউনিয়নে বোধিছড়া এলাকার কোয়ান্টাম ফাউন্ডেশনে চাকরী করতেন।নিহত ব্যক্তি কক্সবাজার পাহাড়তলী এলাকা মৃত হামিদ হোসেন ও হাজেরা বেগম’র ছেলে বলে জানাগেছে।সূত্রে জানাযায়,নিহত নূর হোসেন স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে ফরিদ চেয়ারম্যান পাড়ায় এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন।ঘটনার দিন দুর্বৃত্তরা তার স্ত্রী সামনে নূর হোসেনকে জবাই করে হত্যা করে। স্থানীয়রা জানা,নূর হোসেনের দুই ভাই বিদেশ থেকে মায়ের জন্য টাকা পাঠাতেন।কয়েক দিন আগে এই লোভে নিহত ব্যক্তির খালাতো বোনের সন্তানেরা তার মাকে নিয়ে যেতে আসেন।এরই জের ধরে এ হত্যা কান্ড ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।নুর হোসেনে হত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান,এ ঘটনায় তদন্ত চলছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবানে পাঠানো হয়েছে।