

মোহাম্মদ রফিকুল ইসলাম (লামা) বান্দরবানঃ-প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ এর ‘স্কুল ফিডিং’ অংশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু,লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার,প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা পরিবার পরিকল্পনা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মচারীগণ উপস্থিত ছিলেন।প্রাণিসম্পদ অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম গতকাল বুধবার শেষ হলেও সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে ২৫ জানুয়ারি পর্যন্ত দপ্তরের অভ্যন্তরে ফি-সংশ্লিষ্ট সকল সেবা কার্যক্রম বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার।অপরদিকে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করায় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ দেন স্কুলের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার।