শিরোনাম: থানচির দুর্গম জারুলছড়িতে অগ্নিদগ্ধ ২ শিশুর চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী বান্দরবানে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলা জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলঃ অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে থানচি উপজেলা দল আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা সুদানের আবেইতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত বান্দরবানে বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলঃ ফাইনালে শক্তিশালী নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্প্রীতির অনন্য দৃষ্টান্তঃ বৌদ্ধ জনগোষ্ঠীর পাশে মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনী

কাঠ পাচারঃ লামার সরই ইউনিয়নের গহীন অরন্য থেকে পোষা হাতি আটক করলো জনতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২৪ ৩:১৬ : অপরাহ্ণ 544 Views

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের গহীনে গাছ টানা একটি পোষা হাতি আটক করে বনবিভাগকে সোপর্দ করেছে স্থানীয়রা।শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টার দিকে ইউনিয়নের লেমুপালং মৌজার গহীনে শিল ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় একজন মাহুতকেও আটক করা হয়।স্থানীয়রা জানায়,গত তিন-চার মাস ধরে মৌজাটির পালং খাল ও এ খালে মিলিত হওয়া শিল ঝিরি ও ছোট শিল ঝিরির বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক বনের বিলুপ্তপ্রায় মূ্ল্যবান নানা প্রজাতির গাছ কাটা চলছিল।কাটা গাছগুলো ভাড়া করা হাতি দিয়ে টেনে ওই খাল ও ঝিরিগুলোতে মজুদ রাখা হয়।মজুদ রাখা গাছ গুলো পাচার করতে এক্সক্যাভেটর দিয়ে পাহাড় কেটে রাস্তা করা হয়।অনুমোদন ছাড়া অবৈধ এসব কাজে লোহাগাড়ার চৌধুরী পাড়ার মোরশেদ নামের এক ব্যক্তি জড়িত।

বন বিভাগ সূত্র জানায়,গনমাধ্যমে লেমুপালং মৌজায় হাতি দিয়ে প্রাকৃতিক বনের গাছ টানছে প্রভাবশালীরা এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।এরই পরিপ্রেক্ষিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন লামা বিভাগীয় বন কর্মকর্তা।আজ সকালে পুলিশের সহযোগিতায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো.রেজাউল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।এর আগে শিল ঝিরি এলাকায় গাছ টানা একটি পোষা হাতি আটক করে স্থানীয়রা।পরে বন বিভাগের অভিযানিক দলটি ওই স্থানে পৌঁছালে রেঞ্জ কর্মকর্তার কাছে হাতিটি সোপর্দ করেন তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আরিফুল হক বেলাল।

এদিকে হাতিটিকে লামা বিভাগীয় কর্মকর্তার কার্যালয় এর উদ্দেশ্যে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো.রেজাউল ইসলাম।জব্দ করা গাছগুলোর ঘনফুট পরিমাপের কাজ চলছে।অবৈধ ভাবে হাতি দিয়ে গাছ টানা কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর