এই মাত্র পাওয়া :

শিরোনাম: মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বান্দরবানে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান

আবুল খায়ের টোব্যাকো কোম্পানির টাকা লুট ও ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৮ মে, ২০২৫ ৪:৪৬ : অপরাহ্ণ 111 Views

বান্দরবানের লামা উপজেলার আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখন পর্যন্ত ২১ লাখ ১৭হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে, এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ১টি বড় হাতুড়ি (হ্যামার),১টি চাপাতি,১টি ছুড়ি ও ১টি বোল্ট কাটার (তালা কাটার যন্ত্র) জব্দ করেছে পুলিশ।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান,গত ৯ মে রাতে বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর অফিস কক্ষ হতে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত এক কোটি বাহাত্তর লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত আটত্রিশ টাকা ডাকাতি করে নিয়ে যায়।এরপরেই আবুল খায়ের টোব্যাকোর অফিস কর্তৃপক্ষ লামা থানায় একটি মামলা দায়ের করার পরপরই বান্দরবানের পুলিশ সুপার এর নির্দেশে বান্দরবান জেলা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে।পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লামা থানা পুলিশ ও বান্দরবান জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে এই পর্যন্ত ৮জন আসামীকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে আভিযানিক টিমসমূহ অভিযান পরিচালনা করে লুন্ঠিত টাকার মধ্যে একুশ লক্ষ সতের হাজার দুইশত টাকা উদ্ধার করতে সমর্থ হয়।গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয় এবং এর মধ্যে ১জন আসামী আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান,১৭ মে রাতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে করিমের স্ত্রীকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী দুইটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে এবং আব্দুর রহিমের কাছ থেকে ও তার দেওয়া তথ্য অনুযায়ী ওয়াসের আলীর পাহাড়ি জমি থেকে বিভিন্ন পরিমান লুন্ঠিত টাকাগুলো উদ্ধার করা হয়।আবুল খায়ের টোব্যাকো কোম্পানির ব্যবস্থাপক আবদুর রব বলেন,তামাক আহরণ মৌসুমে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা লেনদেন হয়ে থাকে।কার্যালয় থেকে চাষিদের তামাকের মূল্য পরিশোধ ও শ্রমিকদের দৈনিক বেতন দেওয়া হয়, বহু বছর ধরে এভাবে কাজ করা হলেও এবারই প্রথম এই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আব্দুল করিম জানান,ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে এবং ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত সকল টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!