৪০ কোটি টাকার শাড়ি মুকেশ আম্বানির পুত্রবধূর জন্য,গুজব নাকি সত্যি???


প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০১৮ ১১:৪০ : অপরাহ্ণ 1231 Views

বান্দরবান অফিসঃ-এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পুত্রবধূর শাড়ি ও ব্লাউজের ছবি।পরে আছেন দুই মডেল।সেখানে বলা হচ্ছে‚ ৪০ কোটি টাকা মূল্যের ওই শাড়ি তৈরি হচ্ছে মুকেশ-নীতার ভাবী পুত্রবধূ শ্লোকের জন্য।৩৬ জন পোশাকশিল্পী মিলে নাকি এক বছর ধরে বানিয়ে চলেছেন দুর্মূল্য শাড়িটি। কাঞ্জিভরম গোত্রের শাড়িটি বোনা হচ্ছে চেন্নাইয়ে। খাঁটি সোনার জরি ও নবরত্ন দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নকশা।আঁচল জুড়ে রাজা রবি বর্মার আঁকা ছবিকে বোনা হচ্ছে।শাড়িটির ওজন হবে ৮ কেজি।শাড়ির মতো বিশেষত্ব আছে ব্লাউজেও।সেখানেও শাড়ির মতোই সোনার জড়ি আর নবরত্ন দিয়ে ঘন নকশা।চলতি হাওয়ার ব্যাকলেস বা লটকন নয়।পিঠে থাকছে অভিনব নকশা।সেখানে আগে আগে ঘোড়ায় চেপে যাচ্ছে বর।পেছনে বেহারাদের কাঁধে পাল্কিতে নববধূ।সোনার জড়ি‚নবরত্নর পাশপাশি নকশায় থাকছে হীরা।মুকেশ ও নীতার বড় ছেলে আকাশের বয়্স ২৫ বছর।তিনি রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল-এর বোর্ড অফ ডিরেক্টরস-দের মধ্যে একজন।বিশ্বের ধনকুবের শিল্পপতিদের মধ্যে অন্যতম।মুম্বাইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলে সহপাঠী ছিলেন আকাশ ও শ্লোক।দুজনেই বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু।পরবর্তীকালে প্রিন্সটন ইউনিভর্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী শ্লোক বর্তমানে পারিবারিক সংস্থা ‘রোজি ব্লু ডায়ামন্ডস‘-এর ডিরেক্টর।পাশাপাশি বিভিন্ন এনজিও-র সঙ্গে যুক্ত।মুকেশ ঘরনি নীতা জানিয়েছেন‚শ্লোকের বয়্স যখন ৪ বছর‚তখন থেকে তিনি ওকে চেনেন।তাঁদের হৃদয়ে আগেই এসেছেন শ্লোক।এখন বাড়িতে আসার অপেক্ষা।

ইন্টারনেট থেকে …

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর