শিরোনাম: দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবি জানালো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বিতর্কিত শিক্ষা কর্মকর্তা কে বান্দরবানে বদলিঃ প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বান্দরবান জেলাজুড়ে চলছে বিশেষ প্রার্থনা শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে আন্তরিক সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার আবদুর রহমান রাঙ্গামাটিতে পিসিএনপির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত বান্দরবানে ৬৪ মেধাবী শিক্ষার্থী “পৌর প্রতিভা” উপাধিতে ভূষিত সংকটাপন্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থাঃ বিএনপি নেতাকর্মীদের উদ্বেগ বান্দরবানে আ’লীগ শাষনামলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা পেলেন সম্মাননা

শুরু হলো চট্টগ্রাম বিভাগের অনলাইন ভিত্তিক ফটোফেইস প্রতিযোগিতা-২০১৭,নিবন্ধন চলছে


প্রকাশের সময় :২৬ মার্চ, ২০১৭ ৭:২৬ : অপরাহ্ণ 1599 Views

সেলিম উদ্দীন, (স্টাফ রিপোর্টার):-চট্টগ্রামের স্বনামধন্য নির্মাতা প্রতিষ্টান “জীবন প্রিয়া মিডিয়া” এই প্রথম বারের মতো চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা উপজেলা ও ইউনিয়নের সকলের জন্য ভিন্নধর্মী এক উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে।ষ্টাইল আইকন-বেষ্ট ফটোফেইস চিটাগাং -২০১৭ নামে এই প্রতিযোগিতায় সর্বনিম্ম ৪ (চার) বছর বয়সী থেকে শুরু করে যে কেউ পাঁচটি বিভাগে চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা উপজেলা ও ইউনিয়নের যে কোন বাসিন্দা অংশগ্রহন করতে পারবে। বিভাগ গুলো হচ্ছে যথাক্রমে (১) বেস্ট ফটোফেইস (কিডস্) ছেলে,বয়স ৪-১২ বছরের মধ্যে (২) বেস্ট ফটোফেইস (কিডস্) মেয়ে,বয়স ৪-১২ বছরের মধ্যে (৩) বেস্ট ফটোফেইস-ছেলে,যে কোন বয়সের (৪) বেস্ট ফটোফেইস-মেয়ে,যে কোন বয়সের (৫) বেস্ট ফটোফেইস-(কাপল) বিবাহিত,যে কোন বয়সের ইচ্ছুকরা অংশগ্রহন করতে পারবে।প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য যে কোন এঙ্গেলের ২ (দুই) কপি ৪জ সাইজের সদ্য তোলা ছবি,নিজের নাম,ঠিকানা,বয়স উল্লেখ পূর্বক ফেইসবুকে Style Icon – Lifestyle Fashion Magazine ইনবক্সে পাঠিয়ে নিবন্ধন করতে হবে অথবা নিম্মোক্ত ইমেইলে পাঠানো যাবে styleiconctg@gmail.com।ফেইসবুকে বা ইমেইল পাঠানোর পর নিবন্ধন ফিস বাবদ ২৫০ টাকা-০১৮১৪- ৮৯ ১৯ ০৪ (পারসোনাল) এই নাম্বারে বিকাশ মাধ্যম্যে পাঠিয়ে তা জানাতে হবে অথবা সরাসরি জমা দেয়া যাবে।নিবন্ধন ফিস প্রাপ্তি সাপেক্ষে প্রতিযোগিকে নিবন্ধন নাম্বার দেয়া হবে।নিবন্ধন এর সময়সীমা শেষ হওয়ার পর অংশগ্রহনকারীদের ছবির উপর নাম ও নিবন্ধন নাম্বার সংযুক্ত করে তা ইভেন্টের প্রচারণা চলাকালীন সময়ে ঝঃুষব ওপড়হ -খরভবংঃুষব ঋধংযরড়হ গধমধুরহব ফেইসবুক পেইজে আপলোড করা হবে।ইভেন্টের প্রচারণা চলাকালীন সময়ে প্রতিযোগীরা ফেইসবুকের মাধ্যম্যে নিজের ছবির জন্য ভোট চাইতে প্রচারণা চালাতে পারবেন।ইভেন্ট চলাকালীন সময়ের মধ্যে প্রত্যেক প্রতিযোগির ফেইসবুকে ২ (দুই) ছবির উপর প্রাপ্ত সর্বাধিক লাইকের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত করা হবে। প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ফটোফেইস বিজয়ীদেরকে অনুষ্টানের মাধ্যম্যে ক্রেষ্ট,সনদপত্র ও আকর্ষনীয় পুরুষ্কার প্রদান করা হবে।রেজিষ্ট্রেশন শেষ সময় – ১০ এপ্রিল – ২০১৭ ইং।বিস্তারিত জানতে-০১৯৬৫-৬৫২৭৯৬/ ০১৮১৪-৫০৪৫০৭ এই নাম্বারে যোগাযোগ করা যাবে। তাছাড়া ইভেন্টের ফেইসবুক পেইজ Style Icon – Lifestyle Fashion Magazine ভিজিট করেও বিস্তারিত জানা যাবে।আয়োজক কর্তৃপক্ষ অনুষ্টানের যে কোন নিয়ম পরিবর্তন,পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতা রাখেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর