

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।দিবসটি উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো.ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা।আলোচনা সভার সভাপতি ইউএনও রোয়াংছড়ি বলেন,আজ একুশে ফেব্রুয়ারি।আমাদের বাঙালির মহান মাতৃভাষা দিবস।একুশে ফেব্রুয়ারি আজ কেবল বাঙালির মাতৃভাষা দিবস নয়,এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবীতে ছাত্ররা মাঠে নামে।আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিতে অনেক তরুন শহীদ হন।রফিক,জব্বার, শফিউল,সালাম,বরকতসহ অনেকেই শহীদ হন।তাই এ দিনটি ইতিহাসে শহীদ দিবস হিসেবেও সমধিক পরিচিত।১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এতে আজ সারাবিশ্ব ভাষার জন্য আমাদের ত্যাগ, আন্দোলন ও সংগ্রাামের সাথী।প্রতিবছর সারা বিশ্বে এ দিবসটি গুরুত্বসহকারে পালিত হয়।এসময় ভাষা শহিদদের ত্যাগ ও মহিমান্বিত অবদানের কথা তুলে ধরেন অতিথিরা।তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় বিনম্র শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের প্রতিটি শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার,রোয়াংছড়ি ও উপজেলা চেয়ারম্যানসহ অতিথিরা।দিবসের প্রথম প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে শহীদ মিনারের শহীদ বেদীতে উপজেলা নির্বাহী অফিসার মো.ফোরকান এলাহি অনুপম এর নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।এসময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।