রোয়াংছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


প্রকাশের সময় :২৭ মার্চ, ২০১৮ ৬:০১ : পূর্বাহ্ণ 686 Views

বান্দরবান অফিসঃ-রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছ।এ দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জরো হয়ে ২৬ মার্চ সকালে সূর্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করে।পরে সোমবার সকাল ৮টায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ক্যবামং মারমা।এসময় প্রধান অতিথি কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন।কুচকাওয়াজ এর পরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মো: শহীদুল ইসলাম চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ্ সরকার,যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা পুলুপ্রু মারমা প্রমুখ। এছাড়া রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান উবাপ্রু মারমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামছুর আলম,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা,উপজেলা প:প: কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান ও ৫শতাধিক ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে রোয়াংছড়ি কলেজ,রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা খেলাধুলা এবং সাস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতা বিজয়দের মাঝে পুস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!