দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ বীর বাহাদুর উশৈসিং এমপি


উপজেলা সংবাদদাতা প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫৪ : পূর্বাহ্ণ 233 Views

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নিজ বাসভবনের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লক্ষী পদ দাশ,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গা,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।এছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা নির্বাচনে নির্বাচিত ওয়ার্ড মেম্বারগণ।

প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিনন্দন জানান,তিনি বলেন এ সরকারের হাতেই অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব,যার প্রমান আমরা উপজেলা নির্বাচনে দেখেছি, দল মত নির্বিশেষে সকলে দলীয় স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!