

বান্দরবান অফিসঃ-বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় পাথর উত্তলকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।আজ রবিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তি তে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এসময় রুমা খাল হতে পাথর উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামশুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে পাথর উত্তোলনে অভিযুক্ত চিংসাথোয়াই মার্মা (৪১) কে আটক করা হয়।আটকের পর অভিযুক্ত ব্যাক্তি আদালতে দোষ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ মোতাবেক ১৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালত প্রধান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পাথর উত্তোলনের ক্ষতিকর প্রভাব এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সম্পর্কে বর্ণনা করায় অভিযুক্ত ভবিষ্যতে পাথর উত্তোলন থেকে বিরত থাকবেন মর্মে লিখিত ভাবে জানান।অভিযান চলাকালীন সময় রুমা উপজেলা পুলিশের অফিসার ইন চার্জ,রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত সহকারী সচিব সুমন পাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।