শিরোনাম: ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা শীতার্থদের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত বান্দরবানের প্রাচীন বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পাহাড়ের একটি গ্রামও অন্ধকার থাকবে নাঃ-(বীর বাহাদুর উশৈসিং এমপি)


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২১ ৮:০৩ : অপরাহ্ণ 477 Views

শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এমনটাই জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বুধবার (১৫ ডিসেম্বর) সকালে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর অংশ হিসেবে বান্দরবানের রুমায় গ্যালেঙ্গা ইউনিয়নে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন,পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে।পাহাড়ের একটি গ্রামও অন্ধকার থাকবে না।সরকার পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত আন্তরিক।বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদ প্রতিটি ক্ষেত্রে এগিয়েছে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রকল্প বাস্তবায়ন ও সোলার প্রকল্প পরিচালক হারুনর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান শিবলী, বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাস,গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান সুয়ে উসাইসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় ১৪ হাজার জনকে ইতিমধ্যে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।এছাড়াও গ্যালেঙ্গা পুনর্বাসন পাড়ায় যাওয়ার জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে নদীর ঘাটের নবনির্মিত সিঁড়ি এবং ৩০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়েছে।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!