কৃষিকে লাভজনক করতে হলে কাজুবাদাম,কফি,গোলমরিচসহ অপ্রচলিত অর্থকরী ফসল চাষ করতে হবে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ জুন, ২০২১ ৩:১৭ : অপরাহ্ণ 426 Views

দেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এখন কৃষিকে বাণিজ্যিকিকরণ ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করছে।কাজুবাদাম ও কফির উন্নতজাত প্রযুক্তির উদ্ভাবনে অর্থনীতিতে বিপ্লব ঘটাবে এলাকায়।গত শনিবার দুপুর ১টায় বান্দরবানের রুমায় মুনলাই পাড়া সেন্টারে স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক।এসময় তিনি আরো বলেন,কৃষিকে লাভজনক করতে হলে কাজুবাদাম,কফি,গোলমরিচসহ অপ্রচলিত অর্থকরী ফসল চাষ করতে হবে।শুধু দেশে নয়,আন্তর্জাতিক বাজারেও এসবের বিশাল চাহিদা রয়েছে,দামও বেশি।সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে।পাহাড়ের এই বৃহৎ অঞ্চলজুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক।এটি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে বিপ্লব ঘটবে।পাহাড়ী এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে।একইসাথে,দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো:মেসবাহুল ইসলাম,অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ,বিএডিসির চেয়ারম্যান ড.অমিতাভ সরকার,বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মো: বখতিয়ার,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক একেএম নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।কৃষি মন্ত্রী পরে কাজুবাদাম,কফি বাগান ও অন্যান্য ফল বাগান পরিদর্শন করেন।এর আগে মুনলাই পাড়ায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন,পরে থানচি উপজেলার উদ্দেশ্যে রুমা ত্যাগ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!