এই মাত্র পাওয়া :

সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পাদকদের সহযোগিতা চেয়েছে ঐক্যফ্রন্ট


প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০১৮ ৭:১৬ : অপরাহ্ণ 702 Views

নিউজ ডেস্কঃ-সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পাদকদের কাছে জাতীয় ঐক্যফ্রন্ট সব ধরণের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোর-এ দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

বৈঠকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক ২০০০ সম্পাদক গোলাম মোর্তোজা, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমীর খসরু, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইনকিলাবের যুগ্ম সম্পাদক মুন্সি আবদুল মান্নান, এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, যুগান্তর চিফ রিপোর্টার মাসুদ করিম, সমকাল চিফ রিপোর্টার লোটন একরাম প্রমুখ।

ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতবিনিময়ের অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গেও বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!