শিরোনাম: ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা সুরভী গ্রেফতার বান্দরবানে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী নাজনীন মুন্নীকে বাদ দিনঃ গ্লোবাল টিভি কর্তৃপক্ষকে হুমকি দিলো কয়েক তরুণ বড়দিনের উৎসব ঘিরে বান্দরবান জোনের উদ্যোগে ৩য় পর্বের সহায়তা প্রদান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার রুমিন বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম, পিএসএ (অবঃ) এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত বড়দিন উপলক্ষে বান্দরবান জোনের উদ্যোগে ২য় ধাপের সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত দুই যুবদল নেতাকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ৫

বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বোধন


প্রকাশের সময় :২১ জুলাই, ২০১৭ ১০:১৭ : অপরাহ্ণ 785 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলার সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা ৭ টায় বান্দরবান জেলা আওয়ামীলীগ নিজস্ব কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন ও সদস্যপদ নবায়ন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সহসভাপতি মং ক্যা চিং চৌধুরী,জেলা আওয়ামীলীগ সহসভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগ সহসভাপতি কাজল কান্তি দাশ,জেলা আওয়ামীলীগ সহসভাপতি হ্লা থোয়াই হ্রী,জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ নেতা নুর আলী,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু,মোজাম্মেল হক বাহাদুর,অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগ এর উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না ও স্থানীয় সংবাদকর্মীরা।জেলা আওয়ামীলীগ এর উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীর কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবা জেলার ৭ টি উপজেলা,২ টি পৌরসভা,৩৩ টি ইউনিয়ন এবং ২৯৭ টি ওয়ার্ডে একযোগে চলবে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী,সংগঠনের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের নাগরিক হলে যেকেউ ন্যুনতম ২০ টাকা সংগঠনের তহবিলে জমা প্রদান সাপেক্ষে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ বা নবায়ন করতে পারবেন।কর্মসূচীর উদ্বোধনীতে আমাদের প্রানপ্রিয় নেতা,বান্দরবান জেলা আওয়ামীলীগের স্পন্দন বীর বাহাদুর উশৈসিং এমপি সদস্য পদ নবায়ন করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর