কোনো দলের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠ হবে নাঃ-(নজরুল ইসলাম খান)


প্রকাশের সময় :২৪ জুলাই, ২০১৭ ১১:৪৯ : অপরাহ্ণ 612 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন আন্দোলন করেছে আওয়ামী লীগ।কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের নাম শুনলেই তাদের মেজাজ খারাপ হয়ে যায়।এজন্য নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছে বিএনপি।সোমবার দুপুরে নগরীর তেরখাদিয়ায় রাজশাহী মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম বলেন,তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন আন্দোলন করেছে আওয়ামী লীগ।এই তত্বাবধায়ক সরকার যখন বিএনপি চাচ্ছে তখন আওয়ামী লীগ বলছে সেটা সংবিধানের নেই।
তিনি আরও বলেন,আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।যেটা সুষ্ট,অবাধ এবং অংশগ্রহনমূলক হবে। কোনো দলের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠ হবে না।এ সময় তিনি নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন,আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।যেকোনো অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে আলোচনা করতে হবে।দলে থেকে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না।প্রয়োজনে দল থেকে পদত্যাগ করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!