এই মাত্র পাওয়া :

শান্তি চুক্তির পর তিন পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে এটাই বাস্তবতাঃ-(বীর বাহাদুর উশৈসিং)


প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০১৮ ১১:০৭ : পূর্বাহ্ণ 913 Views

বান্দরবান অফিসঃ-শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে পরস্পরকে দোষারোপের খেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এমন স্পর্শকাতর ও মানবিক বিষয় নিয়ে খেলার দরকার নেই। চুক্তির পর তিন পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে- এটাই বাস্তবতা। এখন মান অভিমান করার সময় না। সমস্যা ছিল, রয়েছে। তবে সমস্যাসমূহ চিহিৃত করে সমাধানের উপায় বের করাই হবে বুদ্ধিমানের কাজ।পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে গতকাল রবিবার (২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ী এলাকার সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দুয়ার খোলা রেখেছেন।রাস্তাঘাট ও অলিগলিতে সমালোচনা না করে প্রধানমন্ত্রীর কাছে গেলেই সমস্যাসমূহের সমাধান হবে।শান্তিচুক্তি বাস্তবায়নের খ-চিত্র তুলে ধরে বীর বাহাদুর উশৈসিং বলেন, শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। শান্তিচুক্তির অধিকাংশ ধারাই ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সরকারী উদ্যোগগুলোর মধ্যে পৃথক মন্ত্রণালয়, বিভিন্ন কমিটি, কমিশন ও টাস্কফোর্স গঠন, আইন প্রণয়ন, কিছুসংখ্যক সেনাক্যাম্প প্রত্যাহার, ভারত প্রত্যাগত পরিবার এবং শান্তিবাহিনীর সদস্যদের পুনর্বাসন এবং চলমান আলোচনা উল্লেখযোগ্য। চুক্তির বাকি ধারা বাস্তবায়ন করতে সরকার পদক্ষেপ নিয়েছে। চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন গঠন করা হয়েছে। পার্বত্যাঞ্চলের লোক সরকারী চাকরি পেতে পারে, এ ক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন নীতি ও আইন শিথিল করা হয়েছে।ইউএনডিপি, ইউনিসেফ, এডিবি, ড্যানিডা, ইইউ, সিডা ও অন্যান্য উন্নয়ন সহযোগীর সহায়তায় পার্বত্যাঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে বিভিন্ন মেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের সময় পার্বত্যাঞ্চলে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের মধ্য দিয়ে ব্যাপক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শান্তি ও উন্নয়নের পথ কখনই মসৃণ নয়। সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে উন্নয়ন নিশ্চিত করতে হবে।পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী গোলাম রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (রাঙ্গামাটি) নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ।

 

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!