রাঙ্গামাটি তে ভয়াবহ আগুনে পুড়ে গেলো দোকান আর বসতবাড়ি


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৩ জুলাই, ২০২২ ১:১১ : পূর্বাহ্ণ 780 Views

রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান ও ২টি বাসা ভষ্মিভূত হয়েছে। শনিবার (২ জুলাই) মধ্যরাত তিনটার দিকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে।স্থানীয়রা বলছে অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ৩টার দিকে কলেজ গেইট মসজিদের সম্মুখে একটি দোকানে আগুনের ফুলকী দেখা যায়।মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন চারি দিকে ছড়িয়ে পড়ে।স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মীদের দক্ষতায় আগুন আর বাড়তে পারেনি।আগুন বেড়ে গেলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতো রাঙ্গামাটিবাসী।ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন,আমরা ৩টা ১০ মিনিটে খবর পেয়েছি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা চালায়।আমাদের দুটি ইউনিট কাজ করে আগুনকে ছড়াতে দেয়নি।তিনি বলেন, নিচের অসংখ্য বাড়ীঘর ছিলো।কোন কারণে যদি আগুন নেভাতে দেরী হতো তাহলে কয়েশত বাড়ী ঘর আগুনে পুরে ছায় হয়ে যেতো।আগুনে প্রায় ১৩টি দোকান ও ২টি বাসা ভষ্মিভূত হয়েছে।এছাড়া ক্ষয়ক্ষতির পরিমার আমরা নিরূপন করে জানাতে পারবো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!