রাঙামাটির কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মে হ্লা প্রু


প্রকাশের সময় :২৭ মে, ২০১৮ ৬:০৫ : পূর্বাহ্ণ 778 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটি কাপ্তাই নারানগিরিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে সি.এইচ.পি.এফ মেম্বার অব জাপান।গতকাল শনিবার সকালে নাইক্যছড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ত্রান বিতরণের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়েল প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসেশিং এর সহধমির্নী বিশিষ্ট সমাজসেবক মিসেস মে হ্লা প্রু।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন করে যাছে,অনেকে গ্রামের উন্নয়ন ক্ষেত্রে অনেকে উন্নয়ন চাই না।যার কারনে উন্নয়নের কাজে পাহাড়ের কিছু কুচক্রীমহল সর্বদা বাঁধা দিয়ে উন্নয়নের ক্ষেত্রে ষড়যন্ত্র চালাচ্ছে, তবে সকলের সর্বাত্তক সহযোগিতা করতে হবে, আগামী নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ হয়ে নারানগিরি এলাকাবাসীদের থেকে নৌকা মার্কায় ভোট চান।
তিনি আরো বলেন,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ভাবে যেসব বরাদ্ধ দেওয়া হয়েছে সেগুলো খুব শীঘ্রই বিতরণ করা হবে।দেশের সম্প্রীতি বজায় রাখতে সরকারের পাশা-পাশি জনগণ এক হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান,এসময় আরো উপস্থিত ছিলেন নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত খেমাচারা মহাথের, সাস এর নির্বাহী পরিচালক ললিত চাকমা, ইছামতি ধাতু চৈত্য বিহার অধ্যক্ষ সুমঙ্গল মহাথের ও কামরুল নাহা প্রমূখ।আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রীর সহধর্মিনী মেহ্লাপ্রু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারের মাঝে প্রতি পরিবারে ৪ বান ঢেউটিন প্রদান করেন।এছাড়া সি.এইচ.পি.এফ মেম্বার অব জাপান এর ৯ লাখ টাকা অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারে ৩ বান করে ঢেউটিন প্রদান করা হয়।উল্লেখ্য যে,গত ১৫ই এপ্রিল রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নারানগিরিতে হঠাৎ অগ্নিপাত শুরু হলে মোট ৫২টি পরিবার ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!