রাঙামাটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখার লক্ষ্যে কিটস বিতরণ


প্রকাশের সময় :২৪ জুন, ২০১৭ ২:১৪ : পূর্বাহ্ণ 605 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্দ্যেগে ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে রাামাটির ওমদামিয়া হিল প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে থাকা ৫৫টি পরিবার প্রধানদের মাঝে ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়।বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার,কর্মসুচী পরিচালক লাল চোয়াক লিয়ানা পাংখোয়া,কন্সালটেন্ট সাংবাদিক সুনীল কান্তি দে, এ্যাকশান এইড বাংলাদেশ এর এম,ই,এ নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।বিতরণ কালে রাঙামাটি জেলা প্রশাসক বলেন,রাঙ্গামাটির পাহাড় ধ্বসে দুর্গতদের সাহায্যে সকলেই এগিয়ে এসেছে।দুর্গতদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পুরণ করা সম্ভব নয়।তারপরও সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও কিছু কিছু এনজিও যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়।এ্যাকশান এইড এর সহায়তায়,স্থানীয় এনজিও সংস্থা গ্রীণহিল মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কিটস্্ বক্স বিতরণ করছে তা মহিলাদের অত্যন্ত উপকারে লাগবে বলে তিনি মন্তব্য করেন।এ সময় গ্রীণহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার বলেন,পুরুষদের পাশাপাশি মহিলাদের বেশী করে স্বাস্থ্য সম্মত থাকা খুবই প্রয়োজন।তাই গ্রীনহিল দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি আশ্রয়কেন্দ্রের প্রতিটি মহিলার মাঝে স্বাস্থ্য সম্মত ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ কালে মহিলাদেরকে তা সঠিকভাবে ব্যবহারের অনুরোধ জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!