শিরোনাম: বান্দরবানের প্রাচীন বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি

বুদ্ধ মানে জ্ঞানের ধর্ম,তাই বুদ্ধের নির্দেশনা আমাদের অনুসরন করতে হবেঃ-(বীর বাহাদুর উশৈসিং এমপি)


প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০১৮ ৮:৪৫ : পূর্বাহ্ণ 778 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন ভাল মানুষ হতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই।ভদন্ত নন্দবংশ থেরো থেকে যেমন মহাথেরো হয়েছে।বুদ্ধ মানে জ্ঞানের ধর্ম,তাই বুদ্ধের নির্দেশনা আমাদের অনুসরন করতে হবে।প্রতিমন্ত্রী আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করার সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতার পক্ষে সকল সম্প্রদায়ের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।তেমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে সকল সম্প্রদায়ের স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।গতকাল শুক্রবার ১৯শে জানুয়ারী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক থেরবাদী প্রখ্যাত বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ থেরো এর মহাথেরো বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক বনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রাজনিকায় ৬ষ্ঠ সংঘনায়ক উ.ঞানা ওয়াইনসা মহাথেরো,প্রধান ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা ও পরিচালক উ.পঞ্ঞা চক্ক মহাথেরো,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহা-সচিব অধ্যাপক ড.প্রণব কুমার বড়–য়া,অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়–য়া,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহা-সচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো,বাংলাদেশ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ড.কল্যাণপ্রিয় থেরো,বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্র মারমা,রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা,উপজেলা নির্বাহী অফিসার মোঃমুশফিকুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা,বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লাঅং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা সহ প্রমুখ।এতে আরো শতশত ভিক্ষুসংঘ ও হাজার হাজার দায়ক-দায়িকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!