জুরাছড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :২১ মার্চ, ২০১৮ ২:৪০ : পূর্বাহ্ণ 1098 Views

রাঙ্গামাটি সংবাদদাতাঃ-জুরাছড়ি জোনের আয়োজনে মঙ্গলবার স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান,কার্বারী,সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক পিএসসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদ্দুল বাছেদ।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর,চেয়ারম্যানগণ,কার্বারী অনিল কুমার চাকমা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান, চার ইউপি চেয়ারম্যানগণ।এসময় বক্তরা বলেন, পার্বত্য শান্তিচুক্তি পুনাঙ্গ বাস্তবায়ন না হওয়াতে কিছু প্রতিহিংসা মূলক ঘটনা ঘটে যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী চলমান উন্নয়ন কাজের পরিধি উপস্থাপন করেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল নেতৃবন্দকে আহব্বান করেন।জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক পিএসসি জুরাছড়ি উপজেলার চলতি অর্থ বছরে যে সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে তার মূল্যায়ন এবং যে সকল কার্যক্রম অবশিষ্ট রয়েছে তা বাস্তবায়নে ভবিষ্যৎ কর্ম পরিধি বিষয়ে আলোচনা করেন।উল্লেখ্য,জুরাছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করেন।এছাড়া তিনি সন্ত্রাস,চাঁদাবাজি,মাদকদ্রব্য এবং বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে বলেন।এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধরণ জনগণের জন্য স্থাপিত বাজারও যাতায়াত ব্যবস্থা যাতে কারোর জন্য ব্যাহত না হয় সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষন করেন।উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার জুরাছড়ি উপজেলার ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষনের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন এবং কৃষকদের মাঝে একটি মাড়াই মেশিন অনুদান ও ০২ দুইজন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর