৩০ দিনের মধ্যে প্রয়াত রাজাকার ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার আল্টিমেটাম


প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০১৭ ৬:২৫ : পূর্বাহ্ণ 816 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়ের বাবা প্রয়াত রাজাকার ত্রিদিব রায়ের নামে রাঙামাটিসহ বিভিন্নস্থানের স্থাপনায় থাকা নাম ও এলাকার নাম পরিবর্তনে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।গতকাল রবিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন,আগামী ৩০ দিনের মধ্যে রাজাকার ত্রিদিব রায়ের নামের সকল নাম ফলক মুছে ফেলতে হবে,অন্যথায় পিবিসিপি এবং পিএনপি পার্বত্যাঞ্চলে কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন।বিবৃতিতে রাঙামাটিসহ বিভিন্নস্থানের স্থাপনায় থাকা নাম ও এলাকার নাম পরিবর্তন ৯০ দিনের মধ্যে মুছে ফেলার জন্য চলতি বৎসরের ২২ মে ২০১৭ ইং হাইকোর্ট যে রায়টি দিয়েছেন তা এখনও কেনও কার্যকর হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রনেতারা।জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি বর্গ দায়িত্ব পালনে শীথিলতা প্রদর্শন করছেন বলে অভিযোগ করা হয়।বিবৃতিতে সংগঠন দু’টির নেতারা আরো বলেন, ‘যে আদিবাসী শব্দটি বাংলাদেশের সংবিধানে নাই সে বিষয়ে উপজাতীয় নেতারা আদিবাসী সনদপত্র বিতরণ করার প্রস্তুতি গ্রহণ করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে,আমরা হুঁশিয়ার করে বলতে চাই,এটার ফলাফল শুভ হবেনা।’ বিবৃতিতে,শীঘ্রই সংবিধান অনুযায়ী সনদপত্র প্রনয়ণ ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে বলেন,অন্যথায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ খুব শীঘ্রই আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো.খলিলুর রহমান কর্তৃক প্রেরিত এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!