

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান পার্বত্য জেলার বীর মুক্তিযোদ্ধা মংঞোহ্লাঅং মারমার শেষকৃর্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে মারমা সামাজিক রীতি নীতি নিয়ে তারঁ মৃত দেহ বান্দরবান জেলা শহরের কেন্দ্রীয় মারমা বৌদ্ধ শ্মশানে উক্ত শেষকৃর্ত সম্পাদন করা হয়।তাঁর আগে বান্দরবান মুক্তিযোদ্ধার কমান্ডার ও মুক্তিযোদ্ধার দলটি শেষ বারে মতো শ্রদ্ধায় জানান।পরে তাঁর কফিনের জাতীয় ও মুক্তি পতাকায় তুলে দেন।বিকালে শেষকৃর্ত সম্পাদন করার পুর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয় ও এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে সালাম গ্রহণের মধ্যে দিয়ে শেষকৃর্ত অনুষ্ঠান শুরু হয়।মারমাদের সামাজিক ব্যান্ড দল বা সয় দল টি তাকে বহণ করে মারমা শ্মশানের নিয়ে যায়।গত মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে এই বীর মুক্তিযুদ্ধা পরলোকগমন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা ছিলেন।তিনি বান্দরবান পার্বত্য জেলার প্রয়াত ১৫ তম বোমাংগ্রী অংশৈ প্রু চেীধুরীর জামাতা।মুক্তিযোদ্ধারা জানান,তিনি ৭১ এর মুক্তি সংগ্রাম চলাকালীন সময়ে খাগড়াছড়ি জেলায় রামগড় এলাকার একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তি সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন।ব্যাক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ ও মেধাবী একজন ব্যাক্তি ছিলেন।বান্দরবান মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা গেছে তিনি আওয়ামীলীগ সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কতৃক প্রদত্ত মুক্তিযুদ্ধার স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা পদক পান।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তাকে পদক তুলে দেন।বান্দরবানের বাঙ্গালী,মার্মা,ত্রিপুরা,চাকমা ও বম সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট লোকজন উক্ত শেষকৃর্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।