বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সমাধীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান এর শ্রদ্ধার্ঘ


প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০১৭ ৪:২৯ : পূর্বাহ্ণ 674 Views

মুক্তিযুদ্ধ ডেস্কঃ-তিনদিনের সফরে রাঙামাটি এসেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।গতকাল (৩ অক্টোবর) শুক্রবার সফরের প্রথমদিন তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন।সকালে রাঙামাটি পৌছে বিকেলে তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে যান।হ্রদ-পাহাড়ের বুকে চিরশায়িত জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মাজারে পুস্তস্তবক অর্পন করেন,এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বীরশ্রেষ্ঠের সমাধি ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।এসময় তাঁর সাথে সফর সঙ্গী ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.প্রদানেন্দু বিকাশ চাকমা,উপ-রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা,সহকারি পরিচালক (অর্থ) মোঃমাসুদুর রহমান ও সহকারি পরিচালক (পরিকল্পনা) মোঃআবদুল গফুর।

শনিবার সকালেরাঙামাটি জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তিনি ঝগড়াবিলস্থবিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন করবেন। বিকেলে পর্যটন হলিডে কমপ্লেক্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!