

মুক্তমত নিউজ ডেস্কঃ-খুলনার সময়ের খবর ও দৈনিক পূর্বাঞ্চলে পত্রিকা ভূমিদস্যু বাবুর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত সেটা নিয়ে কোন রিপোর্ট করেনা;কিন্তুু কেন???দেশবাসী এটা জানতে চায়।মামলায় গ্রেফতারী পরোয়ানা দিলো ৫৭ ধারায় ১৭ই জানুয়ারী কিন্তু খুলনার সময়ের খবর ও দৈনিক পূর্বাঞ্চলে লিখলো চাঁদাবাজি মামলায় স্বামী স্ত্রীর গ্রেফতারী পরোয়ানা জারী।হেডলাইন দিলেন চাঁদাবাজি,নিউজের ভিতরে দিলেন ৫৭ ধারার মামলায় গ্রেফতারী পরোয়ানা।এ ধরণের বানোয়াট ও কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিন্দা জানাই।খুলনার সময়ের খবর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক ইশরাত ইভার নামে মিথ্যাচার ষড়যন্ত্রমূলক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।প্রতিবেদনে সাংবাদিক ইশরাত ইভা কে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই।আমি লক্ষ্য করছি যে,স্বার্থান্বেষী মহলের যোগসাজশে একটি বিশেষ গোষ্ঠী নারী সাংবাদিক ইশরাত ইভা কে নিয়ে বিতর্কিত করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অপচেষ্টা চালিয়ে আসছে।সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে খুলনার গনমাধ্যমের একটি অংশ,বিশেষ করে খুলনার সময়ের খবর পত্রিকা,ইন্ধন যুগিয়ে বরাবর অগ্রণী ভূমিকা পালন করে আসছে।আমি খুলনার সময়ের খবর সকল গণমাধ্যমের এ ধরণের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা করা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া সংবাদ পরিবেশন দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতারই প্রতিফলন,যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বিধায় চরম অন্যায়,গর্হিত অপরাধ এবং দেশ ও জাতির জন্য ক্ষতিকর।ধরণের ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি,প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে হীণ উদ্দেশ্যে এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশনের মত গর্হিত কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি।সেই সাথে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই যে,ভবিষ্যতে এই ধরণের কাল্পনিক, মিথ্যা, ভিত্তিহীন,মনগড়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হলে আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
(((((সুমনা ইসলাম)))))
লেখিকা ও মানবাধিকার কর্মী