

মিডিয়া ডেস্কঃ-আবারও শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাহিদুল হক মনিরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দোলা কর্তৃক সংবাদ প্রকাশের জের ধরে চেয়ারম্যান মো.নুরুল আমিন দোলা বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দৈনিক আমাদের সময়ের ওই উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।এ ঘটনায় বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করে। এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এ মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করে সরকারের নিকট সাংবাদিক নির্যাতন ও হয়রাণী বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী করেন।