

এম মহিউদ্দীন চৌধুরী,(দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি):-চট্টগ্রাম জেলার বোয়ালখালী প্রেসক্লাব নির্বাচন’১৭ অনুষ্ঠিত হয়েছে।আজ ১৭ সেপ্টেম্বর ২০১৭ ইং রোববার দুপুরে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে ক্লাবের ২০জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে দৈনিক সমকাল প্রতিনিধি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এসএম মোদ্দাচ্ছের সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হন।এছাড়া দৈনিক পূর্বদেশ ও যায়যায়দিন প্রতিনিধি রাজু দে সহ-সভাপতি নির্বাচিত হন।ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নব কমিটি গঠন কল্পে প্রতিদ্বন্ধিতা থাকায় তিন পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।ইতোপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-সেকান্দার আলম বাবর (সহ-সাধারণ সম্পাদক),প্রলয় চৌধুরী মুক্তি (সাংগঠনিক সম্পাদক), আল্ সিরাজ ভান্ডারী (অর্থ সম্পাদক),পূজন সেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং সদস্য এম.এ মান্নান ও এস প্রকাশ পাল।এদিকে আজ রোববার সকাল ১১টায় মো.শাহীনুর কিবরিয়া মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের এর সঞ্চালনায় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক মুজাহিদুল ইসলাম,রনজিত কুমার শীল,নুরুল আবচার,কামাল উদ্দিন,মুহাম্মদ নাজিম উদ্দিন,টিপু সুলতান,আবুল ফজল বাবুল,এমএ মান্নান ও তাজুল ইসলাম রাজু।এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সেকান্দর আলম বাবর,আল সিরাজ ভান্ডারী,রাজু দে, পূজন সেন,আলমগীর চৌধুরী রানা,প্রলয় চৌধুরী মুক্তি, এস প্রকাশ পাল,দেবাশীষ বড়–য়া রাজু,ছাদেকুর রহমান সবুজ,মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।এছাড়া বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.সালাহ উদ্দিন চৌধুরী, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ,পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান,কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ,ইসমাইল হোসেন আবু,উপ-পরিদর্শক মো.দেলোয়ার হোসেন ও এমরান কাদেরী নির্বাচন পর্যবেক্ষণ করেন।