বান্দরবান প্রেসক্লাবে অন্তর্ভুক্ত হলেন নতুন ৫ সদস্য


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২২ ৮:৫৩ : অপরাহ্ণ 348 Views

দীর্ঘ দিন পর বান্দরবান প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।গত রবিবার (২ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক কুমার দাশ গুপ্ত,দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি টিং শৈ প্রু মংটিং,দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এন এ জাকির,ডেইলি অবজারভারের বান্দরবান প্রতিনিধি সৈকত দাশ।বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন,বান্দরবান প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য অর্ন্তভূক্ত করার জন্য গঠিত যাচাই বাছাই কমিটি জেলা শহরে কর্মরত ৩০ জন সাংবাদিকের আবেদন যাচাই বাছাই করে নির্বাহী কমিটিকে একটি তালিকা দেয়।তালিকা অনুযায়ী ৫ জনকে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এ নিয়ে বান্দরবান প্রেস ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ১৮ জন।এদিকে গত শনিবার (১ জানুয়ারি) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বান্দরবান প্রেস ক্লাব।কেক কাটা,স্মৃতি চারণমূলক বক্তৃতা,গুণীজন সংবর্ধনা এবং বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে প্রেস ক্লাব মিলানায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।এ সময় আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজল কান্তি দাশ সহ প্রেস ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!