বান্দরবানে সাংবাদিকদের সাথে সম্পৃক্ততা সভা করলো বিএনপিএস


বান্দরবান সংবাদদাতা প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২১ ৬:৩৪ : অপরাহ্ণ 299 Views

বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) এর “ আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে জানানোর লক্ষ্যে বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সম্পৃক্ততা সভা হয়েছে।মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে বান্দরবান অন্যানা কল্যাণ সংগঠন (একেএস) এর হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার,অন্যানা কল্যাণ সংগঠনের (একেএস) নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী,বেসরকারী এনজিও সংস্থা তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু, গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং ,বাংলাদেশ নারী প্রগতি সংঘের লিয়াজু অফিসার শরীফ চৌহান,বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) মাস্টার ট্রেইনার সুমিত বণিক,আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের অন্যানা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রজেক্ট কো-অডিনের্টর দিধিতি চাকমা,প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাবের সেক্রেটারী মিনারুলহক সহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় সভায়  “আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত সাংবাদিকদের অবগত করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার।এসময় তিনি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করতে গিয়ে বলেন,বিএনপিএস ১৯৮৬ সাল থেকে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। অধিকার ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিএনপিএস তৃণমূল পর্যায়ে কিশোরী,নারী-পুরুষদের সংগঠিত ও সচেতন করে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।পাশাপাশি বিএনপিএস জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট আইন,নীতি ও পদ্ধতিকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়ক করে তুলতে নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে,এরই ধারাবাহিকতায় তিন পার্বত্য জেলায় বিএনপিএস এর নারীর স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ’ প্রকল্পের ৫বছর মেয়াদী কার্যক্রম স্থানীয় সহযোগী সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন চলমান রয়েছে।এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা একেএস,গ্রাউস ও তহ্জিংডং এর সার্বিক সহযোগিতায় বান্দরবানে “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ প্রকল্প ” এর কার্যক্রম চলমান রয়েছে,এই প্রকল্পের মাধ্যমে জেলায় ৯০জন মেন্টর, ৯০টি ক্লাব ও ৩ হাজার ৬শ কিশোরী সদস্য কাজ করছে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অন্যানা কল্যাণ সংগঠনের (একেএস) নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী বলেন, বান্দরবানের কিশোরীদের উন্নয়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) এর “ আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্প নামে একটি প্রকল্প চলমান রয়েছে আর এই প্রকল্প সর্ম্পকে সাংবাদিকদের বিস্তারিত জানানোর জন্যই এই সভা।এসময় তিনি আরো বলেন,দীর্ঘদিন করোনার কারণে আমাদের কার্যক্রম চালাতে কিছুটা কষ্ট হলে ও আমরা আমাদের সকল কর্মকান্ড সঠিক সময়ে সমাপ্ত করছি এবং আগামী দিনেও এই প্রকল্পের মাধ্যমে নারীদের সুস্বাস্থ্য রক্ষায় কাজ করে যাব।তিনি আরো বলেন, ২০১৯ সাল হতে ইউরোপিয়ান ইউনিয়ন ও সিমাভি নেদারল্যান্ডসের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে ৩পার্বত্য জেলার ১০টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে,আর “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” এই প্রকল্প পার্বত্য জেলাতে বাস্তবায়নের ফলে বিভিন্ন এলাকায় কিশোরীরা আগের চেয়ে তাদের স্বাস্থ্য সর্ম্পকে আরো অধিক সচেতন হচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!