বান্দরবানে ভিন্ন আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০১৭ ৮:৩১ : অপরাহ্ণ 661 Views

মোহাম্মদ আলী (বান্দরবান প্রতিনিধি):-
বান্দরবানে ভিন্ন আয়োজনে প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকুসদ চৌধুরী,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক কাজল কান্তি দাশ,বান্দরবানের বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী থোয়াই চিং প্রু নিলু,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রাত্তন সাধারণ সম্পাদক মিনারুল হক,সাংস্কৃতিক কর্মী ও শিক্ষা অনুরাগী সীমা দাশ,প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা,বান্দরবান রোয়াংছড়ি তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মার্মা,মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি,দৈনিক স্বাধীন ভাষা জেলা প্রতিনিধি ও মাসিক নীলচল প্রত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ আলী,মোহনা টেলিভিশন বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন,প্রথম আলো কিশোর সংগঠনের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় আলোচনা সভায় বক্তরা বলেন,দিন দিন জনপ্রিয় হয়ে ওঠেছে বাংলাদেশের প্রথম আলো পত্রিকা। এই পত্রিকার খবরের মান অন্যান্য পত্রিকা থেকে আলাদা। বর্তমান সমাজের নানাবিধ সমস্যা ও সমাধান বের করে গ্রাহকের সেবায় সর্বদা সংবাদ প্রকাশ করে প্রথম আলো আজ ১৯ বছর পূর্ন করল।আগামী দিনে প্রথম আলো পত্রিকাটি উত্তর উত্তর আরো বেশী জনপ্রিয় পত্রিকায় পরিণত হবে,এবং পাঠকের চাহিদা পুরুণ করবে।আলোচনা সভা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এসময় দর্শকদের সামনে মনজুড়ানো সঙ্গীত পরিবেশন করেন বান্দরবানের সংগীত জগতের অন্যতম শিল্পী মোঃ জাহাঙ্গীর ও সংগীত শিল্পী থোয়াই চিং প্রু নিলু।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!