

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ আর নেই।তিনি বৃহস্পতিবার রাত ১০ টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কাজী সিরাজ ছিলেন দেশের অন্যতম স্বাধীনচেতা সাংবাদিক-কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা।টানা চার যুগ তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।সমসাময়িক রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিলো তার সরব উপস্থিতি।টকশোতে অংশ নিয়ে তিনি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিলেন।সারাদেশের অগুনিত মানুষ টিভি টকশোগুলো তে কাজী সিরাজের যৌক্তিক উপস্থাপনা শুনতে অপেক্ষা করতো।কাজী সিরাজ এর প্রথম নামাজে জানাজা সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং দ্বীতিয় নামাজে জানাজা তার নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা কাজী বাড়িতে অনুষ্ঠিত হবে।পরে তাকে সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে নিশ্চিত করেছেন কাজী সিরাজ পুত্র কন্ঠশিল্পী জয় শাহরিয়ার।প্রসঙ্গত,কাজী সিরাজ বাংলাদেশের জাতীয় জনপ্রিয় বিভিন্ন সংবাদ পত্রে নিয়মিত কলাম লিখতেন।সিএইচটি টাইমস ডটকম পরিবার কাজী সিরাজ এর এই আকস্মিক মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।