এক সাহসী নারী সাংবাদিকের পথচলা


প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০১৮ ৭:৪৪ : পূর্বাহ্ণ 764 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- প্রতিবেদক ইশরাত ইভাকে প্রতিনিয়ত যেভাবে হয়রানি করা হচ্ছে তা দেশের সকল সাংবাদিকের জন্য কলঙ্ক। একজন সাংবাদিক প্রতিদিন যে কষ্ট করে দেশকে এগিয়ে নিয়ে যায় তার বিনিময় কি পেয়ে থাকে একটি মামলা? যে মামলার নাম তথ্য প্রযুক্তি আইনে (৫৭ ধারা), একটি মিথ্যা মামলা…৫৭ ধারা।সাংবাদিক ইশরাত ইভা যখন সংবাদটি লিখেন,তারপর বাছাই করে কোথাও ভুল আছে কিনা।ভুল থাকলে সংশোধন করা।এর ফাকেঁ যদি আবার শুনা যায় একটি দূর্ঘটনা কিংবা কোথাও কোন সমস্যা হয়েছে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছানো।

আসুন আরো জেনে নেই…
একটি সংবাদ,ধরেন কোন একটি ঘটনা।এই ঘটনায় কত জন লোকের কাছে যাওয়ার প্রয়োজন হয়?প্রথমে বাদীর কথা,তারপর বিবাদীর কথা,তারপর এলাকাবাসির কথা।তারপর চেয়ারম্যান/মেম্বারদের কথা,তারপর প্রশাসনের কথা।এই সংবাদ তৈরি করতে কতজন লোকের নিকট যেতে হয় আর কতটা কষ্ট অনুভব করতে হয়।প্রত্যেক লোকের কাছে আলাদা আলাদাভাবে কথা বলে জানতে হয় বিষয়টির সম্পর্কে।এতে কতটুকু সময়ের প্রয়োজন?এরপরে আসেন সংবাদটি পরিবেশন হয়েছে,আসছে হুমকি ধামকি এরপর মামলাও হতে পারে।এখানে আমার প্রশ্ন এগুলো কি সংবাদ কর্মীরা নিজের স্বার্থের জন্য করে না মানুষের স্বার্থের জন্য?একজন সাংবাদিকের কাছে প্রতিদিন দূর্নীতির তথ্য আসে কিন্তু তা প্রচার করবে কিভাবে তথ্য সংগ্রহ করতে যাওয়ার আগেই কোন বড় ধরনের ব্যক্তির ফোনে আতংকিত হয়ে যায়।পরিশেষ, কোন সংবাদ-কর্মী টাকার আশায় সাংবাদিকতা করে না,সম্মান আর মানুষের ভালোবাসার জন্য সাংবাদিকতা করেন।সত্য ঘটনা তুলে ধরা,অসহায় মানুষের কথা বলাই সাংবাদিকের দায়িত্ব।দেশে যে সরকার ক্ষমতায় আসুক উন্নয়নের কথা কারা তুলে ধরেন বিশ্বের কাছে সাংবাদিক না অন্যরা।দেশের প্রতিটা কাজেই সাংবাদিকদের অবদান রয়েছে এবং আছে থাকবে যতদিন পৃথিবী আছে।কিছু লোকের মুখে মাঝে মাঝে শুনতে পাই সাংবাদিকেরা চাঁদাবাজি করে।একজন সংবাদ-কর্মী কতটা কষ্ট করে তা আপনি জানেন না।কখনো যদি জানতে এইভাবে কথা বলতেন না।রৌদ্র নেই বৃষ্টি নেই,পানি নেই ২৪টি ঘন্টা গাঁধার মতো খেটে থাকে।কোন লোককে জীবনে দেখছেন কোমড় সমান পযর্ন্ত পানিতে নেমে অসহায় মানুষের কথা তুলে ধরতে সবাই এসির রুমে বসে বাতাস গ্রহণ করছে আর সাংবাদিক পানিতে নেমে সংবাদ সংগ্রহ করছে।সাংবাদিক ইশরাত ইভার চার্জশিট জমা দিয়েই এসআই আবু হাসানের অন্যত্র বদলি।সব সাজানো। যেমন মিথ্যা মামলা তেমন মিথ্যা চার্জশীট।একটিবারো কি ভেবে দেখেছেন।।প্রতিনিয়ত সাংবাদকর্মীর উপর এমন মিথ্যা মামলা কি সত্যি কাম্য। যেখানে সমজ গণতন্ত্র কিংবা দেশের বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে সাংবাদিকরা নিরলসভাবে দেশের মানুষের নিকট সংবাদ প্রেরণ করে থাকেন। এই নিরলসভাবে সংবাদ পরিবেশন করে যদি মামলা হামলার শিকার হয় তা কে মেনে নেওয়া যায়???(((আওয়াজবিডি.কম)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!