অনলাইন গণমাধ্যম নীতিমালা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বিরাট অগ্রগতিঃ-(তথ্যমন্ত্রী)


প্রকাশের সময় :৪ জুলাই, ২০১৭ ১১:১০ : অপরাহ্ণ 659 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি বিরাট অগ্রগতি।আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের (বিওএনপিএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।এ সময় তারা মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদিত অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘তাৎক্ষণিকভাবে খবর সকলের কাছে পৌঁছাতে অনলাইন সংবাদপোর্টালগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু আলোচনায় উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।আলোচনাকালে সংগঠনের সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এএইচএম তারেক চৌধুরী বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।অনলাইন নিউজপোর্টালগুলোর সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্র দেয়ার দাবি জানিয়ে এসময় তারা মন্ত্রীকে একটি পত্রও হস্তান্তর করেন।তথ্যমন্ত্রী এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ণকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএনপিএ’সহ সকল অংশীজনকে ধন্যবাদ জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!