

অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় জ্যোতিকা জ্যোতি।তবে তিনি অন্য অভিনেত্রীদের চেয়ে একটু আলাদা।তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হিসেবে বেশ সোচ্চার থাকেন সব সময়।জ্যোতির দেশপ্রেমের নমুনাও এর আগে অনেকেই দেখেছেন বা জানেন।অকুতোভয় এই অভিনেত্রী রাজনীতি সচেতনও বটে।তার স্পষ্টবাদিতা অনেকেরই পছন্দ।তাই হয়ত তার এলাকা ময়মনসিংহ গৌরীপুরের অনেকেই চাইছেন,জ্যোতি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হোন।ভবিষ্যতে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার ইচ্ছার কথাও জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন সিএইচটি টাইমস নিউজকে।তিনি আরো বলেন,রাজনীতি আমি করবো-এটা আমার যেমন ইচ্ছে।আমার এলাকার অনেকেরও ইচ্ছে।তবে এ নিয়ে আমার তাড়াহুড়া নেই।রাজনীতিতে সরাসরি অংশ নেয়ার আগে আমি চাইছি আমার এলাকার গরীব নিরহ মানুষের সেবায় কাজ করে যেতে।আমি অভিনয় করে যে স্বল্প টাকা আয় করি তার থেকেই আমি আমার সাধ্যমত আমার এলাকার মানুষের কল্যাণে কাজে লাগাচ্ছি।চলতি মাসের শুরুর দিকে জ্যোতি তার এলাকার অনেক গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান,আমি কলকাতায় ছিলাম শুটিংযে।আপনারা জানেন যে,আমি সেদেশের একটি বাংলা ছবিতে অভিনয় করছি।চলচ্চিত্রটির নাম- রাজলক্ষ্মী শ্রীকান্ত।যে কারণে আর আগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ইচ্ছা তাকলেও পারিনি।তবে,গ্রামে এখনো অনেক শীত পড়ে।তাই আমি দেরি না করে কম্বল বিতরণ করতে চলে আসি এলাকায়।উল্লেখ্য,সম্প্রতী জ্যোতিকা জ্যোতি শুটিং শুরু করবেন মাসুদ পথিক পরিচালিত নতুন চলচ্চিত্র মায়া’র। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে জ্যোতিকা জ্যোতি আবার শুটিং এ ফিরে যান কলকাতায়।এখন তিনি কলকাতায় অবস্থান করছেন।