

বিনোদন ডেস্কঃ-সিডি ভিশনের ব্যানারে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আসছে শিল্পী ইলিয়াস হোসেনের গায়কীতে সিঙ্গেলস গান ‘পলকে পলকে’। গানটি লিখেছেন সজীব শাহরিয়ার।সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।সম্প্রতি ময়মনসিংহের নয়নাভিরাম রির্সোট সিলভার ক্যাসল ও ময়মনসিংহের বিভিন্ন মনোরম লোকেশনে চিএায়িত হয়েছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন মাইনুল হাসান খোকন।বাংলাদেশের চলচিএের জনপ্রিয় নায়ক আমান খান ও শ্রোতাপ্রিয় নায়িকা মৌমিতা মডেল হিসাবে কাজ করেছেন মিউজিক ভিডিওটিতে। বিশ্ব ভালোবাসা দিবসে মিউজিক ভিডিওটি সিডি ভিশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।এ প্রসঙ্গে সিডি ভিশনের কর্ণধার মাহবুব আলম বলেন, গানটির কথা,সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে।মিউজিক ভিডিওটি ও দারুণ হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে।কন্ঠশিল্পী ইলিয়াস তার গান সম্পর্কে বলেন,এক কথায় চমৎকার একটি গান। ভালোবাসা দিবসে যে ধরনের গান স্রোতা আকৃষ্ট করে সে ঘরনার গান।ধন্যবাদ দিতে চাই সজীব ভাইকে ও সিডি ভিশনকে।গানটি প্রসঙ্গে মৌমিতা জানান,আমি এর আগে কোন মিউজিক ভিডিওতে কাজ করিনি,এই প্রথম কোন মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেল।মিষ্টি কথার একটি রোমান্টিক গান।ময়মনসিংহের নয়নাভিরাম রির্সোট সিলভার ক্যাসল ও ময়মনসিংহের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারন করা হয়।ভালোবাসা দিবসে আমার ভক্তদের জন্য সুন্দর একটি কাজ নিয়ে হাজির হবো।সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম ভালবাসা,শুভেচ্ছা।